নিউজ ডেস্ক
সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) উপদেষ্টা সেলীনা চৌধুরী সিলেট মিডটাউন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের কার্যালয়ে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিউজার শুভাকাঙ্ক্ষী সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি ও শিক্ষিকা রুনা সুলতানা।
সিউজার সাধারণ সম্পাদক শাকিলা ববি বলেন, এ প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিলেটের সুপরিচিত সামাজিক সংগঠন সিলেট মিডটাউন রোটারি ক্লাবের। এবং যিনি নির্বাচিত হয়েছেন তিনি আমাদের ক্লাবের উপদেষ্টা। তাই আমরা ক্লাব সদস্য সবাই সেলীনা আপার এই প্রাপ্তিতে গর্বিত। তাকে সম্মান জানাতে পেরে আমরা গর্ববোধ করছি।