ছাতক প্রতিনিধিঃ
সারা দেশে ক্রমবর্ধমান সহিংসতা, চাঁদাবাজি, খুন, ধর্ষণ এবং সাম্প্রতিক মিডফোর্ট হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ছাতকের গোবিন্দগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ গেইট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাতক উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এই মিছিলে শিক্ষার্থী, পেশাজীবী, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং সারাদেশে চলমান অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ ভয়াবহ রূপ নিয়েছে; প্রতিদিনই কোথাও না কোথাও খুন, ধর্ষণ বা চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে। প্রশাসনের ব্যর্থতা ও বিচারহীনতার সংস্কৃতি এসব অপরাধকে উৎসাহিত করছে। সমাবেশে বক্তারা আরও বলেন, মিডফোর্ট হত্যাকাণ্ড নিছক একটি অপরাধ নয়, এটি ছিল মানবতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত। তারা সরকারের কাছে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা হুঁশিয়ার করে বলেন, দ্রুত ও সঠিক বিচার না হলে রাজপথে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে এবং এই বার্তা শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি বিবেকবান মানুষের কাছে পৌঁছাতে হবে। আয়োজকরা জানান, দেশের তরুণ সমাজ আর নীরব দর্শক হয়ে থাকবে না। একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এ বিক্ষোভের নেতৃত্ব দেন আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন, খালেদ আহমদ রাজেদ, তাজিদুল ইসলাম, আবদুল আজুদ এবং সদস্য সচিব সাদেক আহমদ ও যুগ্ম সদস্য সচিব আল ইমরান আবির প্রমুখ।
মন্তব্য করুন