সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সিলেট নগরের মিরাবাজারের একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- হুমায়ুন রশিদ (৩২), হোটেল ম্যানেজার দেবেশ রঞ্জন চৌধুরী (৪৫) ও সাগরিকা দেব (২৭)।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানাধীন মিরাবাজারস্থ আবাসিক হোটেল ‘জাহান’ এর নিচ তলার ১০২ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ১ জন নারী সহ মোট ৩ জনকে আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, উক্ত ঘটনার বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন