নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প,ব্লাড ডোনেশন ও ব্লাড গ্রুপিং কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুসরাত আরেফিন। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসর্সিং সুপার ভাইজার স্মৃতি মন্ডল, সেক্ম মারুফ আহমদ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফরিদ আহমদ, অফিস সহকারী আতিকুর রহমান, কামরুল ইসলাম প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠানে ডা.নুসরাত আরেফিন বলেন জুলাই আমাদের চেতনা। জুলাই গণ জাগরণকে সামনে রেখে বৈষম্য হীন বাংলাদেশ গড়তে সকল কে এগিয়ে আসতে হবে। রুগীরা সেবা নিতে এসে কখনো বৈষম্যর শিকার হবেনা। আমরা মানুষের কল্যানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে নিজেদের ধন্য মনে করবো।দরিদ্র অসহায় মানুষ যেন সুষ্ঠু ভাবে স্বাস্থ্যসেবা পায় সেদিকে খেয়াল রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে সকল নিহত দের পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানাই আহতদের সুস্থ্যতা কামনা করি।
মন্তব্য করুন