স্টাফরিপোর্টার::
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার সম্পন্ন ও সারাদেশে সাংবাদিক নির্যাতন-মিথ্যা মামলার প্রতিবাদে জালালাবাদ প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর যৌথ উদ্যোগে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমেে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতে নগরীর চৌহাট্রায় অবস্থিত, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের মফস্বল সাংবাদিক সোসাইটি- বিএমএসএস'র সিলেট বিভাগীয় সভাপতি, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন'র সভাপতিত্বে ও ধর্ম বিষয়ক সম্পাদক - দৈনিক সবুজ নিশান পত্রিকার সিলেট ব্যূরোচীফ শহীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন --বিএমএসএস'র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান- দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট ব্যূরোচীফ মোহাম্মদ হানিফ, জালালাবাদ প্রেসক্লাব'র সভাপতি- চ্যানেল এস'র সিলেট ব্যূরোচীফ শিহাব আহমদ, সাধারণ সম্পাদক ফয়েজ খান কামাল, সিনিয়র সাংবাদিক ও লেখক রুহুল ইসলাম মিঠু, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফরিপোর্টার বিপ্লব পাল, অনলাইন নিউজ পোর্টাল সিলেটের বারুদ সম্পাদক ও দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট ব্যূরোপ্রধান ফয়সল কাদির, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহানউদ্দিন নাজু, মানবাধিকার ও তথ্য বিষয়ক সংগঠনের সিলেট বিভাগীয় ভাইস- চেয়ারম্যান আব্দুল রাশিদ রিমন, জালালাবাদ প্রেসক্লাব'র অর্থ সম্পাদক সাহেদ আহমদ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন--সিলেট কল্যান সংস্থার সভাপতি ও বিশিষ্ট যুবসংগঠক আবু তাহের, সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব'র সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যূরোচীফ মোশারফ হোসেন খান, জালালাবাদ প্রেসক্লাব'র সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জালালাবাদ প্রেসক্লাব'র পাঠাগার সম্পাদক রুকনে আলম চৌধুরী, প্রচার সম্পাদক জাহেদ আহমদ, সদস্য ইরফান আলী চুনু, সিলেট মহানগর প্রতিনিধি বিষু দেবনাথ, চ্যানেল এস ও দৈনিক ডেসটিনি পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি শাহীন আলম, অনলাইন নিউজ পোর্টাল সাদাপাথর সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক ইসতেয়াক আহমদ লিমন, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার মাল্টিমিডিয়া প্রধান জয়দীপ চক্রবর্তী, সাংবাদিক শাহান চৌধুরী,ট্রাস্ট সিলেট'র পরিচালক রুহুল আমিন।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন --বিএমএসএস'র বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক রাজন আহমদ আরিয়ান, দৈনিক হাওরাঞ্চলের কথা মাল্টিমিডিয়া'র স্টাফরিপোর্টার শফিকুল ইসলাম শফিক।
মানববন্ধনে বক্তারা বলেন, 'দেশে দীর্ঘ দিন যাবত বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান থাকায় সারাদেশে একের এক সাংবাদিক নির্যাতন ও খুন হচ্ছে। এদিকে প্রায় ১৯ থেকে ২০ বছর অতিবাহিত হওয়ার পরও সাগর-রুনি হত্যাকান্ডের আজও বিচার হয়নি। যদি সাগর-রুনিসহ অতিতের সকল সাংবাদিক হত্যার বিচার যথাসময়ে হতো, তাহলে আসাদুজ্জামান তুহিনের মতো এমন সৎ নির্ভীক সাংবাদিক এমন নির্মম ও নৃশংস ভাবে মৃত্যুবরণ করতেন না।'
বক্তারা আরও বলেন, '"আমাদের এমনই দূর্ভাগ্য স্বাধীনতার ৫৪ বছরে কোন কলম যোদ্ধার আজও বিচার হয়নি। দীর্ঘ দিন ধরে দেশের সাংবাদিকেরা 'সাংবাদিক নিরাপত্তা ও সুরক্ষা আইন' বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছে। ইতোপূর্বের কোন সরকারই আজ পর্যন্ত সাংবাদিকদের নিরাপত্তায় কোনো পদক্ষেপ নেয়নি। যদি এই আইনটি বাস্তবায়ন হতো আজ সাংবাদিক তুহিনকে এমন ভাবে হারাতে পারতাম না। আমরা বর্তমান ইউনুস সরকারের প্রতি আহবান রাখছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে 'সাংবাদিক সুরক্ষা আইনের মতো একটি মহৎ কাজ আপনার হাত ধরে যাতে বাস্তবায়ন হয় সে ব্যবস্থা করার জন্য। যদি এই কাজটি আপনারা করে যান তাহলে সাংবাদিকেরা তাদের পেশাগত সাংবাদিকতা সুন্দরভাবে করতে পারবে আর আপনাদের সরকারকে এদেশের সাংবাদিক সমাজ সব সময় মনে রাখবে।"
মন্তব্য করুন