মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে মাদ্রাসা হলরুমে এই সভার আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে এবং সহকারী মৌলভী আশিকুর রহমান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি ডা. মোহাম্মদ নাজমুল হক। সভায় নজরুল ইসলাম রওশনকে গভর্নিং বডির কো-অপ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, সহকারী অধ্যাপক মিছবাহ উদ্দিন, মাদ্রাসার দাতা সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মনিরুজ্জামান, শিক্ষক ফয়জুল হক, অভিভাবক সদস্য ক্বারী ফারুক উদ্দিন প্রমুখ।
এসময় মাদ্রাসার গভার্নিং বডির সদস্য এমরানুল হক বাবু, বেলাল আহমদ, হাজী আকবর হোসেন, মাহিয়া জান্নাত, ইংরেজি প্রভাষক আমিনুল ইসলাম, আরবি প্রভাষক আব্দুন নুর ও মোহাম্মদ জাকারিয়া, শিক্ষক মো. আব্দুস ছামাদ আকন্দ, জাহিদুল ইসলাম, জাহেদুর রহমান, পাপিয়া খাতুন, এসকে অপু ইসলাম, ইবি প্রধান হারুনুর রশিদ, শিক্ষক আব্দুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা নবগঠিত গভার্নিং বডির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, নতুন কমিটির দায়িত্বশীল নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আগামী দিনে একটি আদর্শ ও আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
মন্তব্য করুন