টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

সিলেট অঞ্চলে প্রতিদিন বাড়ছে অধিকাংশ নদ-নদীর পানি। এরই মধ্যে সাগরে লঘুচাপের শঙ্কা তৈরি হয়েছে। এরআগে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানায় আগামী ২৬ মে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর আগে টানা ৫ দিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১শ ২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য জানান।

এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে প্রতিদিনই নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি চলে যাচ্ছে। তাদের হিসাবে দেখা গেছে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বুধবার বিপদসীমার ৩ দশমিক ২১ পয়েন্টে নিচ দিয়ে প্রবাহিত হলেও পরদিন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২ দশমিক ৯৯ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ১২ দশমিক ৭৫ পয়েন্ট। সিলেট পয়েন্টে বুধবার বিপদসীমার ২ দশমিক ৮৮ পয়েন্টে নিচ দিয়ে প্রবাহিত হলেও পরদিন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২ দশমিক ৮০ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ১০ দশমিক ৮০ পয়েন্ট। এদিকে কুশিয়ারা নদীর পানি বুধবার আমলশীদ পয়েন্টে বিপদসীমার ৫ দশমিক ৩৬ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ৪ দশমিক ৭২ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ১৫ দশমিক ৪০ পয়েন্ট। বুধবার শেওলা পয়েন্টে এই নদীর পানি বিপদসীমার ৫ দশমিক ৭ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ৪ দশমিক ৬৫ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ১৩ দশমিক ৫ পয়েন্ট। বুধবার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এই নদীর পানি বিপদসীমার ২ দশমিক ৮৩ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ২ দশমিক ৩১ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ৯ দশমিক ৪৫ পয়েন্ট। বুধবার শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি বিপদসীমার ৩ দশমিক ১০ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ২ দশমিক ৪০ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ৮ দশমিক ৫৫ পয়েন্ট।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। এই অবস্থায় আগামী ২৬ মে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।শুক্রবার (২৩ মে) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও সাতক্ষীরার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পরদিন শনিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (২৫ মে) সকাল ৯টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে সোমবার (২৬ মে) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকা চাওয়ায় লা শ হলেন সুহেল

1

শ্রীমঙ্গলে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার চা-পাতা জব্দ, ৫০ হাজার টা

2

কুলাউড়ায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

3

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

4

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তি

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

9

নিউ সুরমা হোটেল যেন মিনি পতিতালয়; প্রশাসন নিরব

10

অতীতের প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা

11

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

12

আটকের পরও যে ফোনে আবদুল হামিদকে ছেড়ে দেওয়া হয়

13

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

14

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

15

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

19

ঈদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল টিম থাকবে সিলেট

20