সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট হোটেল আল তাকদীর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হোটেলের ম্যানেজার আব্বাস আলী (৪৮), রুমান আহমদ(২৪), কামরুল ইসলাম (২০), রাহেল আহমদ (২৪), মো. রাজিব মিয়া (১৯), হালিমা আক্তার (১৯), নাজমুন নাহার (২৬)।
পুলিশ জানায়, রোববার বেলা আড়াইটায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট হোটেল আল তাকদীরে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারী সহ মোট ৭ জনকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন