আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মনবাড়িয়া মারামারি চলে। আবার সৌদি আরবে এমন জায়গা আছে যেখানে ঘরে প্রবেশ বাঙালি মাস্তানরা টাকা পয়সা ছিনতাই করে। তারা হামলা করে হাত বা শরীরের অংশও কেটে ঝুলিয়ে দেয়। এমন ঘটনাও ঘটছে।
বুধবার (২ জুলাই) ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশেরই অল্প কিছুর লোকের বাজে কাজের জন্য বাকিরা সমস্যায় পড়ে। আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি।
তিনি আরও বলেন, আমি তাদের জিজ্ঞেস করেছি, পুলিশকে বলেন না কেন। তারা বলেন, পুলিশ সবাইকে বের করে দেবে। বাজে কাজ করে ১০ জন আর এজন্য সাফার করে ১০ হাজার জন, ১০ লাখ লোক।
আসিফ নজরুল জানান, বাহরাইনে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ হয়েছে, কারণ সেখানে এক মালিককে মেরে ফেলা হয়েছে।
এ সময় তিনি এসব বিষয়ে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন