নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট ২০২৫ ইং) দুপুর ২টায় গোবিন্দগঞ্জ পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচির আয়োজক মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখা জানিয়েছে, ২০১৩ সাল থেকে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন করে তারা সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এবারও হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় তারা প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার সভাপতি মোশাহিদ আলী সভাপতিত্বে অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন। বক্তব্য রাখেন মানবকন্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি ও সংগঠনের নির্বাহী সদস্য এম এইচ খালেদ মিয়া, দৈনিক আমার দেশ পত্রিকা ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সহসাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সহ সাধারণ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, এশিয়ান টিভির পশ্চিম সিলেটের প্রতিনিধি এ.আর ছায়েম, সমাজকর্মী আলী আহমদ তালুকদার, মোহাম্মদ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
গত ৭ জুলাই সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।