অবশেষে সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার হয়েছে । আজ রবিবার (১০ আগস্ট) বিকাল সোয়া ৫ টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার নদীর তলদেশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যের মরদেহটি উদ্ধার হয়।
এরা আগে, শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় অস্ত্রসহ পানিতে ডুবে নিখোঁজ হন ওই বিজিবি সদস্য।