কুলাউড়া প্রতিনিধি :: ১৯ জুলাই সন্ধ্যায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (এসআই) আলীম এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আরিফের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মো: মিসবাহ উদ্দিন মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মহেষগৌড়ী গ্রামের সিরাজ মিয়া ও নুরুন বেগমের পুত্র। তার বিরুদ্ধে এক বছর সাজা এবং ৫ লাখ টাকা জরিমানার সাজা ওয়ারেন্ট বিচারাধীন ছিল।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বলেন আসামির বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত থাকায় সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল বিজ্ঞ আদালতের পাঠানো হবে।