সিলেটের শতবর্ষের সাংবাদিকতার ইতিহাসে পুলিশের গুলিতে প্রথম শহীদ সাংবাদিক এটিএম তুরাব। জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলিতে সারা বাংলাদেশে সাংবাদিকদের মধ্যে প্রথম শহীদ তুরাব। দীর্ঘ একছর অতিবাহিত হবার পরও আজ আমরা তার বিচার চাইতে রাজপথে নামনে হয়েছে। তুরাবকে ৯৮টি গুলি করে তার বুক ঝাজরা করেছে পুলিশ। তুরাবের বুক ঝাজরা হয়নি, হয়েছে সিলেটের সাংবাদিকদের বুক। আজ সিলেটের সাংবাদিকদের জন্য একটি বেদনাবিধুর, দু:খ, কষ্টের দিন। তুরাবের রক্তের ঋণ সুধ করতে হলে সিলেটের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যব্ধ ছাড়া আমাদের কোন বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যে তুরাব হত্যাকারীদের বিচার করতে হবে। যদি বিচারের বিলম্ব হয়ে তাহলে সিলেটের সাংবাদিকরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে।
শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক সমাবেশে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশর গুলিতে নিহত শহীদ সাংবাদিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য, দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজিত সমাবেশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বীর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিস উন-নুর, সিলেট প্রেসক্লাবের সভাপতি সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নুর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো: মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান খালেদ আহমদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদারুল আলম চৌধুরী নবেল, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আব্দুল কাদির তাফাদার, দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সুহেল, ইমজার সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, কামকামুর রাজ্জাক রুনু, দৈনিক সংগ্রাম’র ব্যুরো প্রধান কবির আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট প্রতিনিধি শুয়াবুল ইসলাম, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিটু দাশ জয়, নিউ ন্যাশনের সিলেট ব্যুরো শফিক আহমদ শফি, চৌধুরী জিলন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ, ফয়সল আলম, সুটন সিংহ, বাংলাদেশ বেতারের প্রতিনিধি ফারুক আহমদ, এখন টিভির ব্যুরো প্রধান গোলাজার আহমেদ, ডিবিসি নিউজ’র ব্যুরো প্রধান প্রত্তুস তালুকদার, যমুনার টিভির প্রতিনিধি নাবিল হোসেন, দৈনিক শ্যামল সিলেটের রির্পোটার আতিক আহমদ নগরী, দৈনিক খবরের সিলেট প্রতিনিধি সাকিলা ববি, ইনডিপেনন্ডেন টিভির প্রতিনিধি রানা মজুমদার বাপ্পি, মালটিমিডিয়ার জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট’র আহবায়ক মাসুদ আহমদ রনি, বার্তা টুয়েন্টি ফোর সিলেট প্রতিনিধি মসাহিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলা, ১৯জুলাই এর ঘটনাস্থলের বর্ননা দেন দৈনিক মানজমিনের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, কোষাধ্য জাবেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যকরি কমিটির সদস্য মো: আজমল আলী, এসোসিয়েশনের সদস্য শেখ আশরাফুল আলম নাসির, মো: দুলাল হোসেন, সংকর দাস, আনিস মাহমুদ, ইউসুফ আলী, শাহিন আহমদ, এইচ এম শহীদুল ইসলাম, মামুন হোসেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নৌসাদ আহমদ চৌধরী, ফারহান আহমদ চৌধুরী, সবুজ আহমদ, জয়ন্ত কুমার দাশ, আহমেদ শাহিন, অনিল পাল, সেলিম আহমদ, মোজাম্মেল হক, লতিফুর রহমান উজ্জল, রুমান আহমদ, নিবেন্দু দাশ, গৌতম চৌধুরী প্রমুখ। -বিজ্ঞপ্তি
মন্তব্য করুন