নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে গেঞ্জি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা মেডিকেল সেন্টারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে গেঞ্জি বিতরণ করেন জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারা আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন,“আমি মাটি ও মানুষের পাশে থেকে ছাতক-দোয়ারাবাসীর উন্নয়নে কাজ করতে চাই। যদি আমাকে মানুষের খেদমত করার সুযোগ দেওয়া হয়, তবে বেকার, অসহায়, দরিদ্র ও সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে শতভাগ দারিদ্র্য দূরীকরণে কাজ করব। এতে করে দেশ ও এলাকা এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, দেশের হতদরিদ্র মানুষের অধিকার ও অনুভূতি রক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব। এজন্য সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ দূর করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সেই বাংলাদেশ গড়া সম্ভব।”
অনুষ্ঠানে স্থানীয় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ এমন উদ্যোগের জন্য জাবা ফাউন্ডেশন ও আলহাজ্ব জাহাঙ্গীর আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন