নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ::
টাঙ্গুয়ার হাওরে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১টি কোনা বেড় জাল (প্রায় ৩০০ মিটার), ১০টি রিং জাল (প্রায় ২৫০ মিটার) এবং ১৫টি কারেন্ট জাল (প্রায় ১,২০০ মিটার) জব্দ করা হয়। জব্দকৃত এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,২৫,০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা। পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুল হাসান, ডিও, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ। অভিযানে আরও অংশগ্রহণ করেন মোহাম্মদ মাহমুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), তাহিরপুর; বাংলাদেশ পুলিশ, আনসার সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ হাওর টাঙ্গুয়ার প্রাকৃতিক মাছের প্রজাতি রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। স্থানীয় জনগণকেও হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন