টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের সেরা সুনামগঞ্জ জেলা: ইতিহাস গড়ল



সুনামগঞ্জ প্রতিনিধি:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জন করে দেশের ৬৪ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সুনামগঞ্জ জেলা। স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের প্রকাশিত জুন মাসের তুলনামূলক প্রতিবেদন অনুযায়ী, এ সাফল্যের মধ্য দিয়ে সুনামগঞ্জ একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা গেছে, চলতি বছরের জুন মাসে সুনামগঞ্জ জেলা জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ৪,৪৫৭টি লক্ষ্যমাত্রার বিপরীতে ৯,৬৪৩টি নিবন্ধন সম্পন্ন করে, যা লক্ষ্যমাত্রার ২১৬ শতাংশ। একই সময়ে ১,৪৯৬টি সম্ভাব্য মৃত্যুর বিপরীতে সম্পন্ন হয় ২,৪১৮টি মৃত্যু নিবন্ধন, যা ১৬২ শতাংশ। সব মিলিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সম্মিলিত গড় শতকরা হার দাঁড়িয়েছে ১৮৯ শতাংশ, যা দেশের সর্বোচ্চ।
এই সাফল্যের পেছনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার দূরদর্শী নেতৃত্ব, সুপরিকল্পিত দিকনির্দেশনা এবং তত্ত্বাবধান প্রধান ভূমিকা পালন করেছে। এছাড়া মাঠপর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ ও নিরলস পরিশ্রমও প্রশংসার দাবিদার।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, "জেলা প্রশাসকের কার্যকর পরিকল্পনা ও নির্দেশনায় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করেছেন। যার ফলেই আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছি। এটি জেলার জন্য একটি গর্বের অর্জন।"
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। সংশ্লিষ্ট সকলকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছি এবং নিয়মিত তদারকির মাধ্যমেই এ লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “এই অর্জন প্রমাণ করে যে, সম্মিলিত প্রচেষ্টা, কর্মদক্ষতা এবং আন্তরিকতা থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, জুন মাসের পারফরম্যান্স অনুযায়ী লক্ষ্মীপুর জেলা দ্বিতীয় এবং হবিগঞ্জ জেলা তৃতীয় স্থান অর্জন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্

1

টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব

2

কুলাউড়ায় সরকারি হাটের জায়গা দখল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারে

3

ছাতকে ৯ টি ইউনিয়ের বিএনপি'র নেতা-কর্মীদের যৌথ কর্মীসভা অনুষ

4

সব মামলায় খালাস তারেক রহমান

5

আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়

6

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সন্ত্রাসী ধরতে সেনাবাহিনীর অভ

7

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত

8

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

11

সৌদিতে ঈদুল আজহা ৬ জুন, চাঁদ দেখা গেছে

12

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

13

সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে

14

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চ

15

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

16

লন্ডন থেকে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক মেয়র আরিফ

17

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

18

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু

19

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

20